DMCA.com Protection Status
title="শোকাহত

বসবাসের জন্য বিশ্বের সেরা শহর এখন কানাডার টরন্টোঃমন্ট্রিয়ল দ্বিতীয় সেরা

trmtl

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বসবাসের জন্য বিশ্বের সেরা শহর স্বীকৃতি পেয়েছে টরন্টো এবং কানাডার সবচেয়ে প্রাচীন শহর মন্ট্রিয়ল পেয়েছে দ্বিতীয় সেরা শহরের মর্যাদা ।

ব্রিটেনের ইকোনমিস্ট ম্যাগাজিনের জনমত জরিপে বিশ্বের প্রথম সারির ৫০টি সেরা শহরের মধ্যে কানাডার টরন্টো শীর্ষ শহর হিসেবে নির্বাচিত হয় এবং কানাডার মন্ট্রিয়লও দ্বিতীয় শহরের মর্যাদা পেয়েছে।

এবং একই সাথে স্টকহোম, অ্যামস্টাডাম ও সান ফ্রান্সিসকো শহরগুলোও দ্বিতীয় স্থানে রয়েছে।

তবে তবে ভূস্বর্গ হিসেবে খ্যাত কানাডার অপর শহর ভ্যান্কুভার এবার এই তালিকায় নেই।

তালিকানুযায়ী পর্যায ক্রমে পঁচিশটি শীর্ষ শহরগুলো হচ্ছে- টরন্টো, মন্ট্রিয়ল, ষ্টকহোম, অ্যামস্টারডাম, সান ফ্রান্সিসকো, মেলবোর্ন, জুরিখ, ওয়াশিংটন ডিসি, সিডনি, শিকাগো, লস এঞ্জেলেস, ব্রাসেলস, নিউ ইয়র্ক, ফ্রাঙ্কফুর্ট, ওসাকা, টোকিও, বার্সিলোনা, সেন্টিয়াগো, প্যারিস, মাদ্রিদ, তাইপে, লন্ডন, সিউল, হংকং এবং রোম।

উল্লেখ্য, ওই ম্যাগাজিনটি একটি অনুসন্ধান প্রক্রিয়ার সূচকে বিশ্বে টরন্টোকে বসবাস, ক্ষেত্রে সংস্কৃতি ও সৃষ্টিশীলতা প্রাধান্যপূর্ণ, ব্যবসায়িক পরিবেশ, নিরাপত্তা ও গণতান্ত্রিক চর্চায় সেরা শহর নিরূপণ করা হয়। তবে টরন্টো জীবনযাত্রার ব্যয়বহুল হিসেবেও চিহ্নিত করা হয়েছে।

Share this post

scroll to top
error: Content is protected !!