ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের ‘সুষ্ঠু’ বিচার নিয়ে সরকার এখনও আশাবাদী জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, খুব শিগগিরই এ হত্যাকাণ্ডের মূল রহস্য উন্মোচিত হবে। দোষীদের শাস্তি নিশ্চিত হবে।
শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের ঘটনা সঠিক পথেই তদন্ত করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)।তবে তদন্তকারী সংস্থা র্যাব কেনো ২৭ বার কোর্টের কাছে আরও সময় চেয়নিলো এ সম্পর্কে মন্ত্রী কোনো ব্যাখ্যা দেননি।
২০১২ সালের ১০ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি নিজ ভাড়া বাসায় খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।
ঐদিন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন খুনিদের ধরতে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিলেও ৪৮ মাসেও এই মামলার কোনো কিনারা হয়নি।