DMCA.com Protection Status
title="৭

যুক্তরাষ্ট্রে ভ্যালেনটাইন ডের মূল্য ২০০০ কোটি ডলার মাত্র !

Valentines-Day-

দৈনিক প্রথম বাংলাদেশ প্রতিবেদনঃ রোববার তথাকথিত বিশ্ব ভালবাসা দিবস  অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে।

এদিনটিকে যুক্তরাষ্ট্রে ২০০০ কোটি ডলারের (প্রায় ১লক্ষ ৬০ হাজার কোটি টাকা ) ভালবাসা দিবস হিসেবে আখ্যায়িত করেছে বিখ্যাত ম্যাগাজিন ফোরবস।

বলা হয়েছে, এই এক দিনেই সেখানকার মানুষ খরচ করবে এত বিপুল অংকের অর্থ।

ভ্যালেন্টাইনস ডে’কে আরো রোমান্টিক, আরো প্রেমময় করতে মানুষ উজার করে অর্থ খরচ করবে।

বিশেষ করে নব দম্পতি বা নতুন প্রেমে পড়েছে এমন প্রেমিক-প্রেমিকা তো উজাড় করে অর্থ খরচ করবে। হয়তো কেউ সিনেমা দেখতে যাবেন। কেউবা ছুটবেন অভিজাত হোটেলে খাবার খেতে।

গত রোববারও যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ‘সুপার বৌল’ উৎসবে ১৫০০ কোটি ডলার বিনিময় হয়েছে। খাবার থেকে শুরু করে পার্টি সবই ছিল তাতে।

আর ভ্যালেন্টাইনস ডে’তে সেই খরচ দুই হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে বলা হচ্ছে। এমন তথ্য দিয়েছে ন্যাশনাল রিটেইল ফেডারেশন।

এ বছর এ দিনটি সাপ্তাহিক ছুটির দিন। ফলে এদিনে শতকরা ৫৪ দশমিক ৮ ভাগ মার্কিনি বাড়ির বাইরে কাটাবেন। বিভিন্ন আয়োজনে তারা সময় পাড় করবেন। উপহার তুলে দেবেন প্রিয়জনের হাতে।

তবে নারীদের তুলনায় পুরুষরা বেশি খরচ করেন বলে বলা হয়েছে রিপোর্টে। গড়ে এসব ইভেন্টে একজন পুরুষ খরচ করেন ১৩৩ দশমিক ৬১ ডলার। অন্যদিকে একজন নারীর খরচের অংক ৬২ ডলার।

Share this post

scroll to top
error: Content is protected !!