ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ২৬ মার্চ স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য স্মৃতিসৌধে না যেতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
হাছান মাহমুদের ভাষায় ,আপনার উপর দেশের মানুষ বিক্ষুব্ধ। তারা আপনাকে প্রতিহত করতে পারে। যেহেতু আপনি (খালেদা জিয়া) শহীদদের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন তাই আপনি কেন শহীদদের শ্রদ্ধা জানাতে যাবেন ?
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘চলমান রাজনীতি ও উন্নয়নের লক্ষ্যে শেখ হাসিনার নেতৃত্ব প্রয়োজন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
হাছান মাহমুদ বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী খুজে পায় না বিএনপি। বিএনপি অফিসে চেয়ারে বসা নিয়ে মারামারি করে তারা। একই রকমভাবে তৃণমূল পর্যায়ে সিদ্ধান্ত নেয়ার জন্যও তারা মারামারি করেন। এই কারণেই তারা ইউপি নির্বাচনে প্রার্থী দিতে পারছে না।’
‘যে দলের নেতারা বোরখা পড়ে হাইকোর্টে যায় তারা কিভাবে ইউনিয়ন পরিষদে প্রার্থী খুঁজে পাবে?’ প্রশ্ন করেন হাছান মাহমুদ ।