ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ কুখ্যাত এক-এগারোর জন্য সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, ‘তিনি (শেখ হাসিনা) বলেছিলেন, ‘এ সরকার আমাদের আন্দোলনের ফসল এবং আমরা ক্ষমতায় গেলে ঐ সরকারের সকল কর্মকান্ডের বৈধতা দেবো।’
আর তিনি(শেখ হাসিনা) যদি সত্যি এক-এগারোর কুশীলবদের বিচার করতেই চান, তাহলে যারা দেশে আছেন তাদের ধরা হয় না কেন ?’
১/১১-এর সরকার আসার পেছনে আওয়ামী লীগ সরকারকে দায়ী করে বিএনপি চেয়ারপারসন বলেন, বর্তমান সরকার ১/১১-এর সরকারের চেয়েও খারাপ কাজ করছে।
মঙ্গলবার রাতে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিগত আন্দোলনে চট্টগ্রাম বিভাগের ক্ষতিগ্রস্তদের মধ্যে সাতটি পরিবারকে আর্থিক অনুধানের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে এ অনুদান দেয়া হয়। এ সময় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ,চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমির খশরু মাহমুদ চৌধুরী, সাধারন সম্পাদক ডাঃ শাহাদত হোসেন ,চট্টগাম জেলা বিএনপির সিনিয়র নেতা গোলাম আকবর খন্দকার সহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় খালেদা জিয়া এক-এগারোর কয়েক জন কুখ্যাত কুশীলবের নাম উল্লেখ করেন। তারা হলেন : জেঃ হাসান মাসুদ চৌধুরী, জেঃ মাসুদ আহমেদ, ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা জেঃ রুমি।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ-বিএনপি এক থাকলে ওয়ান ইলেভেনের মতো পরিস্থিতি সৃষ্টি হতো না।’
শেখ হাসিনা প্রতি ইঙ্গিত দিয়ে খালেদা জিয়া বলেন, ‘সে সময় তিনি কাকতি-মিনতি করে ১১ মাস পরে মুক্তি পেয়েছেন আর আমি ফাইট করেছিলাম।
’ বর্তমান সরকার এক-এগারোর চেয়েও খারাপ মন্তব্য করে খালেদা জিয়া বলেন, ‘বতর্মান সরকার অবৈধ। এ সরকারের সব কর্মকাণ্ড অবৈধ। আরেকটি নির্বাচন দিতে হবে নিরপক্ষে সরকারে অধীনে।’
ইউপি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি এ সরকারের এটি নির্বাচন নির্বাচন খেলা। নামমাত্র নির্বাচন।’ এসময় তিনি বলেন, ‘দেশজুড়ে বিএনপির আন্দোলন হয়েছে। কিন্তু ঢাকায় আন্দোলন হয়নি। এটা আমাদের ব্যর্থতা, স্বীকার করি।’
দলের যারা আন্দোলন-সংগ্রামে ছিল তারা বিএনপির গুরুত্বপূর্ণ জায়গায় আসবে জানিয়ে তিনি বলেন, ‘আগে ছাত্রদল-যুবদল যারা করতো তার এখন আর ছোট নেই। তাদের দায়িত্ব নেয়ার সময় এসেছে। বয়স্করা উপদেষ্টা পরিষদে যাবে।’
১/১১ এর কুশিলবদের ইঙ্গিত করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘কীসের ভয়? আ.লীগ-বিএনপি এক থাকলে অন্য কেউ ক্ষমতা দখল করতে পারবে না। আমাদেরকেও জেলে নিতে পারবে না।’
মঙ্গলবার (১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে গুলশান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়া বলেন, আল্লাহ তায়ালা আছেন। তিনি সব কিছু দেখছেন। সব কিছুর মালিক তিনি। মানুষের চোখের পানি তিনি দেখছেন, তিনিই এসবের বিচার অবশ্যই করবেন।