ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশ ব্যাংকের অর্থ লোপাটের খবর জানাজানি হলে এর দেশ ব্যাপি তোলপাড় পড়ে যায়।
গভর্নর আতিউর রহমান পদত্যাগে বাধ্য হন,দুইজন ২জন ডেপুটি গভর্নরকে ওএসডি করা হয় , এমনকি ব্যাংকিং বিভাগের সচিবকে বদলী করা হয়।কিন্তু আমরা কি জানি বাংলাদেশ ব্যাংক আসলে চালায় কারা ?কারা এর মূল চালিকা শক্তি ?
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর , মুখপাত্র ,এক্সিকিউটিভ ডিরেক্টর সহ অন্ততঃ ৪জন ডিরেক্টর এবং বেশ কয়েকজন বিভাগীয় জিএম বা মহাব্যাবস্থাপক পদে এমনকিছু ব্যাক্তি রয়েছেন যা রীতিমত চমকে যাবার মতো।
অসীম ক্ষমতাধর এসব কর্মকর্তাদের পরিচয় এবং নিয়োগপদ্ধতি মোটেও স্বচ্ছ নয়।এদের অনেকের জাতীয়তা (বাংলাদেশী নাকি ভারতীয়) নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে।ধীরে ধীরে লোকচক্ষুর অন্তরালে হাসিনা সরকারের গত ৭ বছরে এদের নিয়োগ দেয়া হয়েছে বলে জানা যায়।
উল্লেখ্য ,অর্থ লোপাট ফাঁস হওয়ার পর তাৎক্ষনিক ভাবে ভারতীয় আইটি বিশেষজ্ঞ রাকেশ আস্তানাকে বিশেষ দায়িত্ব দিয়ে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।বলাবাহুল্য, বাংলাদেশ ব্যাংকের ২৮ বিলিয়ন ডলার রিজার্ভ একাউন্ট পরিচালনা মূল চাবি কাঠি সুইফট কোড নিয়ন্ত্রিত হয় ভারত থেকে।
নীচে বাংলাদেশ ব্যাংকের এসব বিতর্কিত কর্মকর্তাদের নামের তালিকা দেয়া হলোঃ'
ডেপুটি গভর্ণরঃ
১) সিতাংশু কুমার শুর চৌধুরী – sksur.chowdhury@bb.org.bd
ফোনঃ 880-2-9530412(Off), 880-2-8333621(Res)
এক্সিকিউটিভ ডিরেক্টরঃ
১) নির্মল চন্দ্র ভক্ত – nirmal.bhakta@bb.org.bd
ফোনঃ88-02-9530472
২) শুভঙ্কর পদ সাহা – subhankar.saha@bb.org.bd
ফোনঃ 880-2-9530413
৩) বিষ্ণু পদ সাহা – bishnu.saha@bb.org.bd
ফোনঃ 880-51-69205
৪) অশোক কুমার দে – ashok.dey@bb.org.bd
ফোনঃ 880-51-69205
এছাড়া বাংলাদেশ ব্যাংকের গুরুত্বপূর্ণ বিভাগগুলোর মহাব্যবস্থাপক হিসেবে রয়েছেন-
১) প্রভাষ চন্দ্র মল্লিক – provash.mallick@bb.org.bd
২) সন্তোষ কুমার চৌধুরী – sontosh.kumar@bb.org.bd
৩) দেব প্রসাদ দেবনাথ – debaprosad.debnath@bb.org.bd
৪) প্রকাশ চন্দ্র ভদ্র – prokash.bhadra@bb.org.bd
৪) স্বপন কুমার রায় – swapan.roy@bb.org.bd
৫) দেব দুলাল রায় – debdulal.roy@bb.org.bd
৬) মনোজ কুমার বিশ্বাস – manoj.biswas@bb.org.bd
৭)মনোজ কান্তি বৈরাগী – manoj.kanti@bb.org.bd
৮) দেবাশীষ চক্রবর্তী – Debashish Chakrabortty
৯) সুকমল সিংহ চৌধুরী
১০) মিহির কান্তি চক্রবর্তী – mihirkanti.chakraborty@bb.org.bd
১১) শ্যামল কুমার দে
১২) অসীম কুমার মজুমদার – ashim.mojumdar@bb.org.bd