ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ চলমান সংকট নিরসনে সংলাপের বিষয়ে সাংবাদিদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের সময় খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাখতে চান না। তাহলে তিনি কার সঙ্গে সংলাপ করতে চান?
বিএনপির এই কাউন্সিলকে তামাশা ও নাটক মন্তব্য করে তিনি বলেন, বিএনপির মুখে গণতন্ত্রের বুলি মানে ভুতের মুখে রাম রাম।
বিএনপির কাউন্সিলকে তামাশা ও নাটক উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার বক্তব্যে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে দেশের মানুষ।
রবিবার বেলা ১১টার দিকে ঢাকা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বিএনপির কাউন্সিলে খালেদা জিয়া তার বক্তব্যে শেখ হাসিনামুক্ত নির্বাচন করার কথা বলেছেন। এটা বলে তিনি কি বোঝাতে চেয়েছেন?
তিনি আরো বলেন, খালেদা জিয়ার এ বক্তব্য গণতন্ত্রের ভাষা নয়, অস্ত্রের ভাষায় কথা বলেছেন তিনি। তার এ বক্তব্য পরিস্কার নয়। তারপরও তার বক্তব্য অন্ধ অাক্রোশের বহির্প্রকাশ ছাড়া কিছু নেই।
ওবায়দুল কাদের সন্দেহ প্রকাশ করে বলেন, তাহলে কি খালেদা জিয়া ১৫ আগস্টের ট্র্যাজেডির মতো জড়িয়ে পড়ছেন। নির্বাচনের ব্যাপার নির্বাচন কমিশন জানে। খালেদা জিয়ার বক্তব্যে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে দেশের মানুষ।