ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে আজ বুধবার স্বাগতিক ভারতের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ দল। সবদিক দিয়ে দিশেহারা বাংলাদেশ, সেমির আশা বাঁচিয়ে রাখতে জয়ের লক্ষ্য নিয়েই টিম ইন্ডিয়ার মুখোমুখি হচ্ছে মাশরাফি বাহিনী।
তবে ভারত নিয়ন্ত্রানাধীন আইসিসি কর্তৃক বিশ্বকাপ চলাকালে নজিরবিহীন ভাবে বাংলাদেশের দুই গুরুত্বপূর্ন বোলার তাসকিন এবং সানিকে ত্রুটিপূর্ন বোলিং এ্যাকশনের কারনে নিষিদ্ধ করাকে বংলাদেশর মানুষ মোটেই সহজ ভাবে নেইনি।
চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত আটটায় ম্যাচটি শুরু হবে।
২০০৯ সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশের সঙ্গে চারটি টি-টোয়েন্টি ক্রিকেট খেলেছে ভারত। এর মধ্যে সাম্প্রতিক সময়েই খেলেছে দু’টি ম্যাচ। এশিয়া কাপের টি-টোয়েন্টি ফরম্যাটের উদ্বোধনী ম্যাচে ও ফাইনালে টাইগারদের মুখোমুখি হয়েছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারত।
সবগুলো ম্যাচে জয় পেয়েছে ভারত। পরিসংখ্যান যাই বলুক এবার ভারতকে হারানোর মিশন নিয়েই মাঠে নামবে টাইগাররা।
যদিও মূল পর্বের প্রথম দু’টি ম্যাচে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছে বাংলাদেশ।
গ্রুপের এই ম্যাচে ভারতকে হারিয়ে আট বছরের আক্ষেপ দূর করার সুযোগ টাইগারদের সামনে।
গতকাল মঙ্গলবার চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ দল অনুশীলন করেনি। দলের সহ-অধিনায়ক সাকিব স্টেডিয়ামে এসে সাংবাদিক সম্মেলন করে গেছেন। বিশ্বসেরা এই অল রাউন্ডার জানান, পরের দু’টি ম্যাচে মনে রাখার মতো কিছু করতে চায় তার দল।
সাকিব বলেন, ‘আইসিসির বড় ইভেন্টে বিশেষ করে টি-টোয়েন্টিতে আমরা কখনোই ভালো পারফরমেন্স করিনি। এই ব্যাপারে অনেকদিন ধরেই আমাদের আক্ষেপ রয়েছে। এবার আমাদের সামনে সুযোগ আছে নিজেদের প্রমাণ করার। দু’টি ম্যাচে (পাকিস্তান, অস্ট্রেলিয়া) আমরা সাফল্য পাইনি। অবশ্যই চেষ্টা থাকবে পরের দু’টি ম্যাচে এমন কিছু করার, যেটা মনে রাখার মতো হবে।’
গত এক বছর ধরে ভারত ও বাংলাদেশ ম্যাচ মানেই যেন যুদ্ধ-যুদ্ধ একটি ভাব। এই ম্যাচকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সংবাদ মাধ্যমগুলোতেও উঠে আসা নানান গল্প।
এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘আমার কাছে মনে হয় না, কোনও খেলোয়াড় এগুলো নিয়ে চিন্তা করে। এটা বেশির ভাগ ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম, নিউজ, মানুষের মুখে শোনা কথা। আমি কখনোই মনে করি না, কোনও খেলোয়াড় এভাবে চিন্তা করে। আমি নিশ্চিত ভারতীয় দলের কেউ এটা নিয়ে এভাবে চিন্তা করে না।’
এদিকে টাইগারদের হালকাভাবে নিচ্ছে না ভারত। ম্যাচপূর্ব সাংবাদিক সম্মেলনে ৩৬ বছর বয়সী বাঁহাতি পেসার আশিষ নেহরা বলেন, ‘সবাই জানে বাংলাদেশ খুব ভালো করছে। পাকিস্তান ও শ্রীলংকাকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে খেলেছে তারা। গত ২-৩ বছরে বাংলাদেশের ক্রিকেট যেভাবে এগিয়েছে, সেটা অসাধারণ। বাংলাদেশকে হালকাভাবে নেয়ার কোনও সুযোগ নেই। বাংলাদেশকে হারাতে গেলে আমাদের পুরোটা দিয়েই খেলতে হবে। বাংলাদেশ যেভাবে খেলছে, বিশ্ব ক্রিকেটের জন্যও এটা দারুণ ব্যাপার।’
তামিম ইকবাল ও মুস্তাফিজের প্রশংসা করে নেহরা বলেন, ‘তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমানের মতো দারুণ সব ক্রিকেটার বেরিয়ে এসেছে ! ওরা আইপিএল, বিগ ব্যাশ, সিপিএল খেলছে। বাংলাদেশ যেভাবে খেলছে এটা শুধু তাদের জন্যই নয়, বিশ্ব ক্রিকেটের জন্যও ভালো।’
বাংলাদেশ স্কোয়াড : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, সাকিব আল হাসান, তামিম ইকবাল, নাসির হোসেন, আবু হায়দার রনি, নুরুল হাসান, সাকলাইন সজীব, শুভাগত হোম চৌধুরী, আল-আমিন হোসেন, মোহাম্মদ মিথুন, সৌম্য সরকার ও মস্তাফিজুর রহমান।
ভারত স্কোয়াড : মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রবীচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, শিখর ধাওয়ান, হরভজন সিং, রবীন্দ্র জাদেজা, বিরাট কোহলি, মোহাম্মদ সামি, পাওয়ান নেগি, আশিষ নেহরা, হার্ডিক পান্ডে, আজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, রোহিত শর্মা ও যুবরাজ সিং। 0