DMCA.com Protection Status
title=""

‘দু-একটি ধর্ষণে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে বলা যায়না–স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ কামাল

Asaduzzaman+Khan+Kamal_A+Pramanik_190815_0012 copy

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ   সোহাগী জাহান তনু হত্যার বিষয়টি তদন্ত করে শিগগিরই রহস্য উদঘাটন করা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দু-একটি ধর্ষণের ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলা যায়না। বরং সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে সচেষ্ট হয়েছে।

তিনি আরও বলেন , এ ছাড়া সামনে কীভাবে এ পরিস্থিতির উন্নতি করা যায়, তা নিয়ে কাজ করা হচ্ছে।

শনিবার বেলা ১১টার দিকে যাত্রাবাড়ীর করাতিটোলা সিএমএস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘তনু হত্যার ঘটনায় ময়নাতদন্তের প্রতিবেদন সন্তোষজনক ছিল না বলে আদালতের নির্দেশে পুনরায় ময়নাতদন্ত করা হয়েছে। যে প্রতিবেদনই আসুক না কেন সেটা দেশবাসীকে জানানো হবে। কীভাবে এ হত্যার ঘটনা ঘটেছে, হত্যার পেছনে কে ছিল, খুব শিগগির তা তদন্ত করে বের করা হবে।

’স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘দুদফায় হয়ে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিচ্ছিন্ন কিছু সহিংসতার ঘটনা ঘটেছে। এটা তৃণমূলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটেছে। নির্বাচনে সহিংসতা বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Share this post

error: Content is protected !!