দৈনিক প্রথম বাংলাদেশ প্রতিবেদনঃ দেশের প্রকাশ্য স্থানে পহেলা বৈশাখের অনুষ্ঠান বিকেল পাঁচটার মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে সরকার।
একইসাথে ভুভুজেলা নামে পরিচিত উচ্চ শব্দের বাঁশি বাজানোর ওপর নিষেধাজ্ঞা এবং মুখোশ দিয়ে মুখ ঢাকাও নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
রোববার সচিবালয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে এক বৈঠক শেষে আসাদুজ্জামান খান সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, ৫ টার মধ্যে পাবলিক প্লেসে যত অনুষ্ঠান সব শেষ করতে হবে। তিনি বলেন, পহেলা বৈশাখে বিকট আওয়াজের বাঁশি বাজানোর ওপরও নিষেধাজ্ঞা থাকবে। পাশাপাশি ছোট ছোট মুখোশ দিয়ে মুখাবরণ বন্ধ করে দিয়ে তারপর বের হওয়া, এটা আমরা নিয়ন্ত্রণ করবো।
সাধারণত: পহেলা বৈশাখ সকালে চারুকলা থেকে বের হওয়া মঙ্গল শোভাযাত্রায় অনেকে রং-বেরঙ্গের মুখোশ পড়ে অংশ নেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সবাই যাতে নির্বিঘ্নে পহেলা বৈশাখ পালন করতে পারে সেজন্যেই এসব ব্যবস্থা নেয়া হবে।
১৪ এপ্রিল বাংলাদেশে বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ পালন করা হয়।
এদিকে বাংলা নববর্ষের অনুষ্ঠানে ভুভুজেলা এবং মুখোশ ব্যবহার নিষিদ্ধ করায় সরকারকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ।