DMCA.com Protection Status
title="শোকাহত

বাঁশখালীতে উদ্ভট কথা বলে অযথা কিছু মানুষের জীবন কেড়ে নেওয়া হলোঃ শেখ হাসিনা

hasina1 copy

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাঁশখালীতে উদ্ভট কথা বলে অযথা কিছু মানুষের জীবন কেড়ে নেওয়া হলো   বলে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চট্টগ্রামের বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের কারণে পরিবেশের ক্ষতির আশঙ্কা সম্পর্কে তিনি বলেন, ‘এসব উদ্ভট চিন্তাভাবনা কোথা থেকে আসে জানি না। উদ্ভট কথা বলে অযথা কতগুলো মানুষের জীবন পর্যন্ত নিয়ে নেওয়া হলো। এটা খুবই দুঃখজনক।’

রবিবার কেরানীগঞ্জে নবনির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগার উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী এ কথা বলেন।

বাঁশখালীর পরিস্থিতির দিকে ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, ‘আজকাল বিদ্যুৎ উৎপাদন করতে গেলেই একদল মানুষ পরিবেশ রক্ষার নামে আন্দোলনে নামে। কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প করতেই দেবে না। দিনাজপুরে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র আছে। ওই এলাকায় কোনও ক্ষতি হয়নি। জমির উর্বরতা বেড়েছে। ধান হচ্ছে। গাছ হচ্ছে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘সারা বিশ্বে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র আছে। সেখানকার ছাই সিমেন্ট কারখানায় ব্যবহার করা হয়। কিন্তু বলা হয়ে থাকে অ্যাসিডবৃষ্টি হবে। এগুলো কোথা থেকে আসে জানি না।’ দ্রুত বিদ্যুৎ উৎপাদন করে সরকার মানুষকে স্বস্তি দিয়েছে, আর তাতে বাধা দিতেই এ ধরনের চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

কয়লাবাহী কার্গো ডুবি প্রসঙ্গে তিনি বলেন, কয়লাবাহী জাহাজ ডুবে নাকি পানি দূষিত হয়ে গেছে। এটা কতটা বিজ্ঞানসম্মত জানি না। ছোটবেলা থেকে দেখেছি, বাসার পানির ফিল্টারে কয়লা দেওয়া পাত্র ছিল। সেখান থেকে কয়েক স্তরে গিয়ে পানি বিশুদ্ধ হতো। গ্রামেও এ ধরনের ফিল্টার আমরা দিয়ে থাকি। কয়লা পানিকে আরও বিশুদ্ধ করে।’

Share this post

scroll to top
error: Content is protected !!