DMCA.com Protection Status
title="৭

হাসিনার মন্ত্রীপরিষদ কি দন্ডপ্রাপ্ত অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল ????

teen copy

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  আওয়ামী লীগ সরকারের একের পর এক মন্ত্রী  দেশের সর্বোচ্চ আদালত কতৃক দণ্ডপ্রাপ্ত হচ্ছেন। কিন্তু মজার ব্যাপার হলো তাদের কারই মন্ত্রিত্ব যাচ্ছে না। এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিশিষ্ট আইনজ্ঞ ও কলামিষ্ট ড তুহিন মালিক ।

উল্লেখ্য সম্প্রতি মন্ত্রী কামরুল ইসলাম এবং মোজাম্মেল হক আদালত অবমাননার দায়ে দন্ডপ্রাপ্ত হন।এদিকে গতকাল অপর মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ১৩ বছরের সাজা বজায় রেখে রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

তুহিন মালিক , ফেসবুকে লিখেছেন, মন্ত্রীপরিষদকে কয়েদীখানা বানাবেন না। মন্ত্রীপরিষদ কি দন্ডপ্রাপ্ত অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হতে পারে ? সর্বোচ্চ আদালত থেকে অপরাধী সাব্যস্ত হয়ে দন্ডপ্রাপ্ত মন্ত্রীদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।

যারা দেশের বিচার বিভাগ অবমাননা করে দোষী সাব্যস্ত হয়ে সাজা পায়; তারা কি করে বিচার বিভাগ সম্মুন্নত রাখার সাংবিধানিক শপথের সুরক্ষা দিবে ?

যারা দেশের সম্পদ লুটের দায়ে দোষী প্রমানিত হয়ে ১৩ বছরের সাজাপ্রাপ্ত হয়; তারা কি করে জনগণের সম্পদের নিরাপত্তা বিধানের সাংবিধানিক শপথের সুরক্ষা দিবে ?

অথচ আমাদের সংবিধান এদেরকে শুধু মন্ত্রীপরিষদেই নয়, বরং সংসদ সদস্য পদেও অযোগ্য ঘোষনা করেছে । 

Share this post

scroll to top
error: Content is protected !!