DMCA.com Protection Status
title=""

মার্কিন মানবাধিকার প্রতিবেদন ২০১৫ঃ বাংলাদেশ পরিস্থিতি উদ্বেগজনক

usbangla copy

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ   বিচারবহির্ভূত হত্যা, গুম, ব্লগার, অনলাইন ও গণমাধ্যমের ওপর কঠোর হস্তক্ষেপ, বাল্যবিবাহ ও জোরপূর্বক বিবাহ, নিম্নমানের কর্মপরিবেশ ও শ্রমিকদের অধিকারহীনতাকে বাংলাদেশের প্রধান মানবাধিকার সঙ্কট হিসেবে চিহ্নিত করে উদ্বেগ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসি থেকে প্রকাশিত মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২০১৫ সালের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে এ উদ্বেগ জানানো হয়।

এটি দেশটির ৪০তম বার্ষিক মানবাধিকার প্রতিবেদন।

us stateপ্রতিবেদনে বাংলাদেশ অংশে সাতটি অনুচ্ছেদে মানবাধিকার সমস্যার বিভিন্ন পরিস্থিতি তুলে ধরা হয়েছে।

এতে নিরাপত্তা বাহিনী কর্তৃক নির্যাতন ও হয়রানি, গণগ্রেফতার ও কারাবন্দিত্ব, বিচার বিভাগের সামর্থহীনতা ও অপর্যাপ্ত স্বাধীনতা, বিচার বহির্ভূত দীর্ঘ আটকাদেশ, কর্তৃপক্ষ কর্তৃক নাগরিকের ব্যক্তিগত অধিকার লঙ্ঘনকেও মানবাধিকার সঙ্কট হিসেবে তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বিশ্ব মানবাধিকার পরিস্থিতির ব্যাপারে যুক্তরাষ্ট্র বলেছে, বিশ্বব্যাপী যেসব দেশে স্বৈরশাসন রয়েছে সেসব দেশে ক্ষমতার জন্যে হুমকি যেকোনো শক্তিকে অবদমিত করতে নাগরিকদের নির্যাতন করা হচ্ছে।

এতে আরও বলা হয়, ২০১৫ সালে বিশ্বময় বাক স্বাধীনতা বন্ধের প্রয়াস বেড়েছে, সুস্থ রাজনৈতিক চর্চা কমেছে এবং শান্তিপূর্ন পরিবর্তনের চেষ্টা সংকুচিত হয়েছে।

উত্তর কোরিয়া, কিউবা, চীন, ইরান, সুদান ও উজবেকিস্তানসহ বিভিন্ন সরকারের সমালোচনা করা হয় প্রতিবেদনে।

সন্ত্রাসী গোষ্ঠি ইসলামিক ষ্টেট-আইএস সাধারণ নাগরিকদেরকে হত্যা করছে উল্লেখ করে প্রতিবেদনে তাদের কড়া সমালোচনা করা হয়।

Share this post

scroll to top
error: Content is protected !!