ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশের সঙ্গে ভারতের বড় ধরণের গ্যাস ট্রানজিট হচ্ছে। এতে করে ভারতে উৎপাদিত এলএনজি গ্যাসের লাইন বাংলাদেশের খুলনা-রংপুর হয়ে যাবে পশ্চিমবঙ্গে।
সোমবার রাজধানীর একটি হোটেলে এ বিষয়ে দু’দেশের মন্ত্রী পর্যায়ের এ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
এতে উপস্থিত ছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং ভারতীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
এর আগে চট্টগ্রামে ভারতের সঙ্গে যৌথভাবে একটি এলপি গ্যাস কারখানা করার বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিষয়টি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও ইন্ডিয়ান কোয়েল করপোরেশন (আইওসিএল) যৌথভাবে তদারকি করবে।
প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, চট্টগ্রামে উৎপাদিত গ্যাস পাইপলাইনের মাধ্যমে ভারতের ‘সেভেন সিস্টারস’ হিসেবে পরিচিত সাত রাজ্যে যাবে। বাংলাদেশও গ্যাস পাবে।
প্রতিমন্ত্রী বলেন, ‘ভারতের উড়িষ্যার ধামরা বন্দরে একটা এনএনজি গ্যাস ক্ষেত্র হচ্ছে। সেখানে উৎপাদিত গ্যাস ভারত থেকে খুলনা, রংপুর হয়ে ফের পশ্চিমবঙ্গে নেয়ার পরিকল্পনা করছি।’