DMCA.com Protection Status
title=""

খালেদা জিয়ার বিরুদ্ধে হাসিনা সরকারের কোনো প্রতিহিংসা নেইঃ ইনু

Inu (1) copy

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  জাসদ গনবাহিনীর সাবেক প্রধান এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো প্রতিহিংসা শেখ হাসিনা সরকারের নেই। বরং খালেদা জিয়াই প্রতিহিংসার বশবর্তি হয়ে গত সাত বছর ধরে জঙ্গি তাণ্ডব ও দেশি-বিদেশি মহলের সঙ্গে চক্রান্ত করে সরকারের অগ্রযাত্রাকে আটকানো ও অবৈধ পথে সরকার পতনের চেষ্টা করেছে।

আজ শনিবার বেলা ১১টায় মিরপুরের তালবাড়িয়া সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, খালেদা জিয়া এবং বিএনপির জঙ্গি, রাজাকার, আগুন সন্ত্রাসী এবং খুনিদের সংযোগের সঙ্গে ইহুদি সংযোগের সম্পর্কটা প্রকাশ পেয়েছে। খালেদা জিয়া জাতি ও গণতন্ত্রের শত্রু। তাই খালেদা জিয়ার সঙ্গে গণতন্ত্র যায় না।

 এ সময় উপস্থিত ছিলেন জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, মিরপুর থানার ওসি কাজী জালাল উদ্দিন, তালবাড়িয়া ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক আরিফ ইসলামসহ ইউনিয়ন জাসদের নেতারা। 

Share this post

scroll to top
error: Content is protected !!