DMCA.com Protection Status
title="৭

প্রস্তাবিত শিক্ষাআইন বাস্তবায়িত হলে কওমি মাদরাসা বন্ধ হয়ে যাবে ?

olama11 copy

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  শিক্ষানীতি ও প্রস্তাবিত শিক্ষাআইন বাস্তবায়িত হলে দেশের ধর্মীয় শিক্ষা ব্যবস্থার বিলুপ্তি ঘটবে বলে মন্তব্য করেছেন দেশের উলামা মাশায়েখরা।

আজ শনিবার দুপুরে গুলিস্তানের কাজী বশির মিলনায়তনে আয়োজিত জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনে তারা এ কথা বলেন।

তারা বলেন, প্রস্তাবিত শিক্ষা আইনের ১১নং ধারার ২নং উপধারায় বলা হয়েছে ‘নিবন্ধন ছাড়া কোনো অবস্থাতেই কোনো বেসরকারি বিদ্যালয় বা মাদরাসা স্থাপন ও পরিচালনা করা যাবে না।' এ আইনের আলোকে সরকার একমুখী শিক্ষাব্যবস্থা চালু করলে দেশের হাজার হাজার কওমি মাদরাসা বন্ধ হয়ে যাবে।

‘ধর্মবিনাশী শিক্ষানীতি ও শিক্ষা আইন বাতিলের দাবীতে’ জাতীয় উলামা মাশায়েখ পরিষদ এ সম্মেলনের আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাইয়ের পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

এতে আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, ইসলামী ঐক্য আন্দোলনের সভাপতি ড. ঈসা শাহেদী, শায়খুল হাদীস মাওলানা মকবুল হোসাইন, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মুফতী কেফায়েতুল্লাহ, মাওলানা কামাল হোসাইন ও প্রিন্সিপাল মাওলানা আতাউর রহমান আরেফী প্রমুখ। 

Share this post

scroll to top
error: Content is protected !!