ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বিনা পরোয়ানায় গ্রেপ্তার সংক্রান্ত ফৌজদারি কার্যবিধির বহুল আলোচিত ৫৪ ধারা ও রিমান্ড সংক্রান্ত ১৬৭ ধারা বিষয়ে হাইকোর্টের দেয়া যুগান্তকারী রায়টি বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
মঙ্গলবার ৯ টার দিকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।
বেঞ্চের অপর সদস্যরা হলেন, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।
এর আগে গত ১৭ মে হাইকোর্টের দেওয়া রায় চ্যালেঞ্জ করে রাষ্ট্রপক্ষ যে আপিল করেছিল, তার শুনানি শেষে রায়ের জন্য এ দিন ধার্য করেন আপিল বিভাগ।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, ১৯৯৮সালে ৫৪ ধারায় গ্রেপ্তারের পর এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রের পুলিশী হেফাজতে মৃত্যু হয়। এরপর বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট-ব্লাস্ট একটি রিট করে। এর প্রেক্ষিতে হাইকোর্ট ওই দুই ধারা সংশোধনে রায় দেয়। দীর্ঘ ১৩ বছর পর আপিলের শুনানি হয়।
হাইকোর্টের দেয়া রায়ে বলা হয়,
১) আটকাদেশ দেয়ার জন্য ৫৪ ধারায় গ্রেপ্তার করা যাবেনা।
২) সাদা পোষাক পরিহিত অবস্থায় পুলিশ কাউকে গ্রেফ্তার করতে পারবে না।
৩) গ্রেপ্তারের সময় পুলিশের পরিচয়পত্র অবশ্যই দেখাতে হবে।
৪) কাউকে গ্রেপ্তারের তিন ঘন্টার মধ্যে কারণ জানাতে হবে।
৫) আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে কারাগারের ভেতরে স্বচ্ছ কাচের ঘরে তা করতে হবে।
রিটকারীর আইনজীবী ড. কামাল হোসেন আপিল শুনানিতে বলেন, হাইকোর্টের এই রায় বাস্তবায়িত হলে এধরনের হেফাজতে মৃত্যু কমে যাবে।