ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ চলমান ইউনিয়ন পরিষদের নির্বাচনের পঞ্চম ধাপে সহিংসতায় নিহতের সংখ্যা বাড়লেও আগের রাতে ব্যালট পেপারে সিলমারার প্রবনতা কমেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।
তিনি বলেন, ‘পঞ্চম ধাপের নির্বাচনে নিহতের সংখ্যা বেড়েছে। তবে নির্বাচনের আগের রাতে সিলমারা অনেকাংশে কমেছে।’
পঞ্চম ধাপে আজ শনিবার দেশের ৭১৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষে বিকেলে রাজধানীর নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টার এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, ‘আমরা যতটাই কঠোর হই না কেন, এ সহিংসতা কমিয়ে আনা সম্ভব নয়, যদি জনগণের মানসিকতার পরিবর্তন না হয়।