ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ এবার হাসিনা সরকার উৎখাতের কথিত ষঢ়যন্ত্রের অভিযোগে গ্রেফতার হওয়া বিএনপির চট্রগ্রাম বিভাগের সদ্য দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারার মামলা থেকে অব্যাহতির আবেদন করেছে ডিবি পুলিশ।
বিষয়টি আশ্চর্যজনক হলেও মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর গোলাম রাব্বানী ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ আবেদন করেন।
আদালত সূত্রে জানা গেছে, অন্য মামলায় গ্রেফতার হওয়ায় আসলাম চৌধুরীকে ৫৪ ধারার মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা।
বুধবার ঢাকার মহানগর হাকিম নূর নবীর আদালতে এ অব্যাহতির আবেদনটি উপস্থাপন করা হবে।
গত ১৬ মে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আসলাম চৌধুরীকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসলাম চৌধুরী বর্তমানে রাষ্ট্রদ্রোহের একটি মামলায় রিমান্ডে রয়েছেন। তার বিরুদ্ধে আগামী ১৫ জুন মতিঝিল ও লালবাগের নাশকতার দুই মামলায় ২০ দিনের রিমান্ড শুনানির জন্য দিন ধার্য রয়েছে।
প্রসঙ্গত, গত ১৫ মে বিকেলে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে বিএনপি নেতা আসলাম চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ।