DMCA.com Protection Status
title="৭

কয়েকজন সন্ত্রাসী মারলে দেশের কোনো ক্ষতি হবে না: খুলনা রেঞ্জের ডিআইজি মনির

kdig copy

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ কয়েকজন সন্ত্রাসী মারা গেলে দেশের কোনো ক্ষতি হবে না বলে মন্তব্য করেছেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনির-উজ জামান।

পুলিশের এই ডিআইজি বলেন, 'কয়েকজন সন্ত্রাসী মারা গেলে দেশের কোনো ক্ষতিই হবে না। সন্ত্রাসীরা সন্ত্রাসী জন্ম দেয়। তারা (সন্ত্রাসী) কখনও ভালো হতে পারে না।'

মঙ্গলবার দুপুরে মেহেরপুরের দারিয়াপুর মাধ্যমিক স্কুলমাঠে এক সমাবেশে সাধারণ মানুষের হাতে লাঠি তুলে দিয়ে তিনি এ কথা বলেন।

সাধারণ মানুষের হাতে লাঠি তুলে দিয়ে তিনি বলেন, 'সন্ত্রাসী দমনে আপনাদেরই ভূমিকা নিতে হবে। একাজে পুলিশ সব ধরনের সহযোগিতা করবে।'

মনির-উজ জামান বলেন, 'মুক্তিযুদ্ধে ঐতিহাসিক মুজিবনগরের মানুষ যে সাহসিকতার পরিচয় দিয়ে বাংলাদেশ রাষ্ট্রগঠনের ইতিহাস সৃষ্টিতে অংশ নিয়েছিল, মুক্তিযুদ্ধের মত এই জনপদের সকলকে নিয়ে আমরা জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ মোকাবালা করতে সক্ষম হব।'

মেহেরপুরের পুলিশ সুপার মো. হামিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিচিম, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার রাসেদুজ্জামান, মোনাখালি ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমান, বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব আলী, মহাজন ইউনিয়নের চেয়ারম্যান আমাম হোসেন মিলু ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অ্যাডভোকেট কলিমদ্দিন। 

Share this post

scroll to top
error: Content is protected !!