ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ দির্ঘ দশমাস বিনা বিচারে আটক থাকার পর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং বিশিষ্ট সাংবাদিক শওকত মাহমুদ আজ জামিনে মুক্তি পেয়েছেন।
আজ বিকেল চারটা ৩৫ মিনিটের দিকে কাশিমপুর কারাগার- ২ থেকে তিনি মুক্তি পান।
গত বছরের ১৮ আগষ্ট তিনি গ্রেফতার হয়েছিলেন। স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শওকত মাহমুদের বিরুদ্ধে ৩১টি মামলা ছিল। সবগুলো মামলাই তিনি জামিন পেয়েছেন। সকালে তার জামিনের কাগজপত্র কারাগারে আসে।
যাচাই-বাছাই শেষে তাকে বিকালে মুক্তি দেয়া হয়েছে।