ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আউটার ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে সরকার। হাইকোর্টের সাম্প্রতিক এক রায়ের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় সোমবার এ সংক্রান্ত এক আদেশ জারি করে।
সিনিয়র তথ্য অফিসার মুহ. সাইফুল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়। একইসঙ্গে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
হাইকোর্টের রায় অনুযায়ী বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।
দেশে বর্তমানে সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৯৫টি। এরমধ্যে ৯০টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এপ্রসঙ্গে শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন এই নির্দেশের কারনে ক্ষতিগ্রস্থদের ৫লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরন দিত সংশ্লিস্ট বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ বাধ্য থাকবে এবং তাদে নতুন শিক্ষা প্রতিস্ঠানে ভর্তির ব্যাপারে শিক্ষা মন্ত্রনালয় সহায়তা দেবে।