DMCA.com Protection Status
title="৭

এমন ভ্যাকসিন বানান যাতে মাতৃগর্ভেই কোনো জঙ্গি আর বেড়ে উঠতে না পারে : নাসিম

al-nasim copy

 ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  'এমন ভ্যাকসিন বানান, যাতে মাতৃগর্ভেই কোনো জঙ্গি আর বেড়ে উঠতে না পারে',,জঙ্গি দমনে দেশের ওষুধ শিল্প মালিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম । 

এ সপ্তাহে সাভারের আশুলিয়ার কাঠগড়ায় ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটড আয়োজিত বাল্ক ম্যানুফেকচারিং ফ্যাসিলিটির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশে সবচেয়ে আধুনিক প্রযুক্তিসম্পন্ন ভ্যাকসিন উৎপাদন কেন্দ্র হিসেবে ইনসেপ্টার অগ্রগতির প্রশংসা করে তিনি বলেন, ওষুধের পর এখন ভ্যাকসিন উৎপাদনেও সফলতায় সমতা দেখিয়েছে বাংলাদেশ। বিদেশে ভ্যাকসিন রফতানিতে বিশ্বস্বাস্থ্য সংস্থার স্বীকৃতি আদায়ে সম্ভব সব ধরনের সহায়তা দেয়ার কথাও জানান মন্ত্রী।

ইনসেপ্টার ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মোক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. দীন মোহাম্মদ নুরুল হক, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেন, ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান প্রমুখ। 

Share this post

scroll to top
error: Content is protected !!