DMCA.com Protection Status
title="৭

রিজভী আহমেদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী

rijvivai copy

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  রাজধানীর মতিঝিল থানায় বিস্ফোরক আইনে দায়ের মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন। একইসঙ্গে আদালত এ মামলায় রিজভীর জামিন বাতিল করে তার গ্রেফতার-সংক্রান্ত কামিল প্রতিবেদন দাখিলের জন্য ১৮ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন।

এদিন অসুস্থতার কারণে রিজভী আদালতে হাজির হতে না পারায় তার আইনজীবী সানাউল্লাহ মিয়া সময়ের ও জামিন আবেদন দাখিল করেন। আদালত তা মঞ্জুর না করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

২০১৩ সালে মতিঝিল থানার উপপরিদর্শক কেএম আজিজুল হক বিস্ফোরক আইনে এ মামলা করেন। চলতি বছরের ১০ মার্চ বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, হান্নান শাহ ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৯২ জনের বিরুদ্ধে মতিঝিল থানার উপপরিদর্শক মিজানুর রহমান সম্পূরক অভিযোগপত্র দেন।

Share this post

scroll to top
error: Content is protected !!