ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটল (৬৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে কলকাতার রবীন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মারা যান।বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপার্সনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
কলকাতায় অবস্থানরত নিহতের ভাই মিজানুর রহমানের বরাত দিয়ে নাটোরের লালপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ পাপ্পু জানান, ফজলুর রহমান পটল দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন।
রাকসুর সাবেক ভিপি ফজলুর রহমান পটল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে হাত ধরে বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছিলেন। এরপর তিনি বিএনপির প্রচার সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।
পরবর্তী সময়ে ফজলুর রহমান পটল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নিযুক্ত হন। বর্তমান কমিটিতেও একই পদে বহাল ছিলেন তিনি।
বিএনপির এ নেতা কিডনিসহ নানা জটিল রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তাঁর বাড়ি নাটোরের লালপুর উপজেল গৌরীপুর গ্রামে।