DMCA.com Protection Status
title="৭

আমি চাকরী ফিরে পেতে চাইঃ এসপি বাবুল আক্তার

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 75

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ শুনতে আশ্চর্য লাগলেও দেশ ব্যাপি ব্যপক প্রচার পাওয়া কৃতি পুলিশ অফিসার বাবুল আকতার আজ চাকরী হারা।যতো তাড়াতাড়ি সম্ভব  চাকরি ফিরে পেতে চান আলোচিত পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার। চাকরিতে ফেরার আশায় ইতোমধ্যে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দফতরে দুই দফায় আবেদন করেছেন।

স্ত্রী মিতু হত্যাকাণ্ডের পরে চাকরি নিয়ে জটিলতায় পড়া এসপি বাবুল আক্তার গত ৯ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর লিখিত আবেদন পত্রে বলেন, গত ২৪ জুন পরিস্থিতির শিকার হয়ে অনিচ্ছাকৃতভাবে, বাধ্য হয়ে আমাকে চাকরির অব্যাহতি পত্রে স্বাক্ষর করতে হয়।আমি স্বেচ্ছায় তা দাখিল করিনি।আমাকে পদত্যাগে বাধ্য করা হয়েছিলো।

৯ আগস্ট এসপি বাবুল আক্তারের লেখা আবেদন পত্রটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘রিসিভ’ করে। এর আগে ৪ আগস্ট পুলিশ সদর দফতরে কাজে যোগদানের অনুমতি চেয়ে আবেদন করেন।

যেখানে এসপি বাবুল আক্তার বলেন, Duties resume (দায়িত্বে পুনর্বহাল) করতে চাই। সংশ্লিষ্ট দফতরের দায়িত্বশীল ব্যক্তিদের স্বাক্ষরিত ‘রিসিভ’ করা দুটি আবেদনপত্রই সংবাদ২৪.নেটের হাতে রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা বাবুল আক্তারের আবেদন পত্র প্রাপ্তির কথা স্বীকারও করেছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‌‌‌‌‌‌‌‌‌আমি দেশের বাইরে আছি। ঢাকায় ফিরে কথা বলবো।

এদিকে রহস্যজনক মিতু হত্যাকান্ডের কোনো কূলকিনারা আজও বের করতে পারেনি পুলিশ।

 

Share this post

scroll to top
error: Content is protected !!