DMCA.com Protection Status
title="৭

২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় শিগগিরই: আইনমন্ত্রী আনিসুল হক

anisul copy

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় শিগগিরই দেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেন, “২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার শেষ পর্যায়ে রয়েছে। শিগগিরই এ মামলার রায় দেয়া হবে বলে আশা করছি।”
 
শনিবার জাতীয় শোক দিবস উপলক্ষে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
 
কর্মসূচিতে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
 
আইনমন্ত্রী বলেন, “বঙ্গবন্ধু হত্যা মামলায় আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে কিনা খতিয়ে দেখতে কমিশন গঠন করা যেতে পারে।”
 
এদিকে বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমানের মরণোত্তর বিচার হবে কিনা- সাংবাদিকদের এমর প্রশ্নের জবাবে তিনি বলেন, “ফৌজদারি আইনের মামলায় অভিযুক্ত কোনো আসামি মারা গেলে তার বিচারের কোনো বিধান নেই। ফলে বঙ্গবন্ধু হত্যা মামলায় জিয়াউর রহমানের মরণোত্তর বিচার হওয়ার কোনো সুযোগ নেই।”

Share this post

scroll to top
error: Content is protected !!