DMCA.com Protection Status
title=""

জামায়াতের সাবেক আমীর গোলাম আজমের ছেলে আব্দুল্লাহিল আমান আজমী আটক

azmi copy

ক্যাপ্টেন(অবঃ) মারুফ রাজুঃ ডাকসুর সাবেক জিএস  ও ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আযমের ছেলে সাবেক বিগ্রেডিয়ার জেনারেল  আব্দুল্লাহিল আমান আযমীকে গত রাতে মগবাজারের  বাসা থেকে তুলে নিয়ে গেছে হাসিনার গোয়েন্দারা ।

তার পরিবারের সদস্যরা  বলছেন, গভীর রাতে জনাব আযমীকে বাসা থেকে তুলে নেয়ার আগে বাসার লাইট সব বন্ধ করে দেয়া হয় । ঐ সময় তার বাসার কেয়ারটেকারকে নির্যাতনও করা হয় ।

এদিকে পুলিশের একটি সোর্স জানায়, আজ সোমবার রাতে আযমীকে তার ১১৯/২ মগবাজারের বাসা থেকে আটক করা হয়েছে। তবে কি কারণে তাকে আটক করা হয়েছে তা নিশ্চিত করেনি পুলিশ।

বিভিন্ন বাহিনীর সমন্বয়ে গঠিত গোয়েন্দাদের প্রায় দশ-বারোটি গাড়ী এসে তার বাসা ঘিরে ফেলে । এর আগেই বাসার সব সিসি ক্যামেরা ভেঙ্গে ফেলে গোয়েন্দারা ।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনীতে ৫ম বিএমএ লং কোর্সের সোর্ড অব অনার(সর্বশ্রেষ্ঠ ক্যাডেট) প্রাপ্ত একজন চৌকস কর্মকর্তা হিসেবে বিগ্রেডিয়ার জেনারেল আযমীর বেশ সুনাম ছিলো । ২০০৯ সালে হাসিনা সরকার ২য় দফায়  ক্ষমতায় আসার পর তাঁকে অন্যায়ভাবে এবং সম্পূর্ন রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত হয়ে  চাকুরিচ্যুত করা হয় ।

Share this post

scroll to top
error: Content is protected !!