DMCA.com Protection Status
title=""

দেশের জনগনের অসহায়ত্বে কাঁদলেন মির্জা ফখরুল (ভিডিও সহ)

mirzafak copy

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমীর অভিযোগ করেছেন, দেশে কোনো গুম খুন কিংবা হত্যাকাণ্ডেরই বিচার হচ্ছে না। বরং তদন্তের আগেই বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে অভিযুক্তদের মেরে ফেলা হচ্ছে। রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সরকারের স্বার্থ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার দৈনিক আমার দেশ পত্রিকার অনলাইন সংস্করণসহ ৩০টি অনলাইন নিউজ পোর্টাল বন্ধের প্রতিবাদ জানাতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) এ সভার আয়োজন করে।

mfi-1471953460 copyআলোচনায় অংশ নিয়ে বিএনপির মহাসচিব অভিযোগ করেন, দেশে এখন একনায়কের স্বৈরশাসন চলছে, বিরোধী মতকে দমন করতে রাতের আঁধারে সাদা পোশাকধারীরা ঘর থেকে তুলে নিয়ে যাচ্ছে মানুষ। প্রতিনিয়ত খালি হচ্ছে মায়ের বুক, কোথাও পাওয়া যাচ্ছে না সুবিচার। একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘প্রতিদিন ক্রসফায়ার, একটা, দুটা, তিনটা, চারটা চলছে। যতজনকে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করা হয়েছে, একটা লোক বেঁচে আছে? সবাইকে আপনার ক্রসফায়ার, গান ব্যাটলের অদ্ভুত সব গল্প, অলীক গল্প তৈরি করে তাদের মেরে ফেলা হয়েছে। সিগন্যালে থামে গাড়ি, হকার ছেলেপেলে, ইয়াং ছেলেপেলে সব আসে, এরা আমাদের দেখে বলে যে, স্যার, আমি বিএনপি করতাম লক্ষ্মীপুরে। এতো মামলা, পালিয়ে চলে এসেছি, এখন হকারি করছি। রিকশাও চালায় আমাদের ছেলেপেলে এখন।’

এ সময় আবেগ আপ্লুত হয়ে কেঁদে ফেলেন প্রবীন এবং পরিছন্ন এই রাজনীতিক।এসময় সভায় উপস্থিত সকলের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্ঠি হয়।

ভিডিও দেখুনঃ

Share this post

error: Content is protected !!