ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ আজ সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। সেই অনুযায়ী সেখানে পবিত্র ঈদ উল আজহা পালিত হবে ১২ই সেপ্টেম্বর,সোমবার ।
বৃহস্পতিবার সৌদি আরবের সুপ্রিম কোর্টের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যমগুলো।
সৌদি আরবে জিলহজ মাসের প্রথমদিন নির্ধারণ হয়েছে ৩ সেপ্টেম্বর।এই খবর অনুসারে প্রচলিত দির্ঘদিনের প্রথা অনুযায়ী যুক্তরাজ্য,ইউরোপ এবং উত্তর আমেরিকায়ও(যুক্তরাষ্ট্র এবং কানাডা) ১২ই সেপ্টেম্বর সোমবার ঈদ উল আজহা পালিত হবে।
এদিকে বাংলাদেশে শুক্রবার চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। চাঁদ দেখা কমিটির বৈঠকের পরই জানা যাবে, কবে ঈদ হচ্ছে বাংলাদেশে।তবে সম্ভবত বাংলাদেশে ১২ অথবা ১৩ই সেপ্টেম্বর ঈদ পালনের ঘোষনা আসতে পারে।