ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ অজ্ঞাত কারনে যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা পিছিয়ে গেছে।নির্ধারিত ২৬ সেপ্টেম্বরের পরিবর্তে এখন আগামী ৩০ সেপ্টেম্বর দেশে ফিরবেন তিনি।এর ফলে তার সফর সঙ্গীদের বিশাল দলের হোটেল এবং বিমান টিকেট পরিবর্তন বাবদ বড় অংকের অর্থ গচ্চা দিতে হবে বাংলাদেশ সরকারকে।
তবে অভুতপূর্ব এই সফরসূচী পরিবর্তনের আসল কারন হাসিনা পূত্র জয়ের কথিত ৩০০ মিলিয়ন ডলার কেলেংকারীর একটা গোপন সুরাহার ব্যবস্থার চেষ্টা বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে হাসিনা এখন ওয়াশিংটনে অবস্থান করছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভার আগে কানাডায় গ্লোবাল ফান্ড সম্মেলনে অংশ নিতে গত ১৪ সেপ্টেম্বর ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। পরে সেখান থেকে যুক্তরাষ্ট্রে যান তিনি। ১২ দিনের সফর শেষে ২৬ সেপ্টেম্বর দেশে ফেরার কথা ছিল প্রধানমন্ত্রীর।
পরিবর্তিত সূচী অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে ২৯ সেপ্টেম্বর তিনি দেশের পথে যাত্রা করবেন।
এদিকে হাসিনার ফেরা পেছানোয় আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে ‘গণসংবর্ধনার’ তারিখও পিছিয়েছে। দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, প্রধানমন্ত্রীর ২৬ তারিখ আসার কথা ছিল। সেটা হবে এখন ৩০ সেপ্টেম্বর। তাই তাকে গণঅভ্যর্থনার যে কর্মসূচি ২৬ তারিখে ছিল সেটা ৩০ তারিখে হবে।