DMCA.com Protection Status
title="৭

পাকিস্তান নেপাল কিংবা ভূটান নয়ঃ ভারতের প্রতি জেনারেল পারভেজ মুশাররফ

 pv-copy

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানের সাম্প্রতিক  উত্তেজনা প্রসঙ্গে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ বলেছেন, ‘উরি হামলাটিকে ভারত ফুলিয়ে ফাঁপিয়ে দেখাচ্ছে। এ নিয়ে অহেতুক উত্তেজনা ছড়ানো হচ্ছে। অবস্থা এমন পর্যায়ে যে ভারতের জনতা পর্যন্ত দাবি করছে পাকিস্তানকে মারো। সাধারণ মানুষ তো জানে না আক্রমণ করা এত সহজ নয়। একটু মারার চেষ্টা করে দেখুন না!’

পাকিস্তানের সেনা মহড়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি খুব খুশি যে, ভারতকে কড়া জবাব দেবে পাকিস্তান।’ এ নিয়ে ভারতের ডিজিএমওকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি।

ভারতীয় এক টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।

মুশাররফ বলেন, ‘পাকিস্তানকে নেপাল এবং ভুটান ভেবে ভারত যেন ভুল না করে। পাকিস্তান একটি শক্তিশালী দেশ।’ পাকিস্তানকে মারা এত সহজ নয় বলে মন্তব্য করে তিনি বলেন, ‘ভারত যেন ভুল ধারণা নিয়ে না থাকে। আমরা পূর্ণ শক্তিতে তার জবাব দেব।’

দুই দেশের কাছেই উন্নত অস্ত্রশস্ত্র থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘যুদ্ধের ব্যাপারে চিন্তাভাবনা করা খুব বোকামি হবে। যুদ্ধ হলে উভয়েরই খুব ক্ষয়ক্ষতি হবে।’ দুই দেশের মধ্যে শান্তি চান বলে মন্তব্য করেন তিনি।

সার্ক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর না যাওয়া প্রসঙ্গে মুশাররফ বলেন, ‘নিজের ইচ্ছাতেই পাকিস্তানে এসেছিলেন মোদী। একদিকে, নওয়াজ শরীফকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে উপহার বিনিময় করলেন, অন্যদিকে, পাকিস্তানের বিরুদ্ধে দুনিয়া জুড়ে বদনাম করেছেন।’ 

মুশাররফ বলেন, ‘পাকিস্তান নয়, মোদী দ্বিমুখী নীতি গ্রহণ করেছেন।’পারভেজ মুশাররফের অভিযোগ, ‘ভারত প্রকৃত ইস্যু (কাশ্মির) নিয়ে কথাই বলতে চায় না। নরেন্দ্র মোদী যুদ্ধ চাচ্ছেন। কিন্তু পাকিস্তান পাকিস্তানই, নেপাল এবং ভুটান নয়।’

তিনি বলেন, ‘ভারত চায় না কাশ্মির ইস্যু কখনো সমাধান হোক। প্রধানমন্ত্রী মোদী কাশ্মীর সমস্যার সমাধান চান না। ভারত একটি বড় দেশ কিন্তু তার হৃদয় ছোট। ভারত দাবিয়ে রাখার চেষ্টা করছে।’

তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সম্পর্কে মন্তব্য করে বলেন, ‘যেরকম মোদি, তেমনি তার পররাষ্ট্রমন্ত্রী, যার কাজ কেবল পাকিস্তানকে গালি দেয়া।’  

পারভেজ মুশাররফ বেলুচিস্তান প্রসঙ্গে ভারতের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘সেখানে সব ঠিক আছে। অল্প কিছু মানুষ যাদের ভারতের (গোয়েন্দা সংস্থা) ‘র’ (রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং) সমর্থন দিচ্ছে।’

বেলুচিস্তানের তথ্য নিয়ে প্রশ্ন তুলে মোশাররফ বলেন, ‘বেলুচিস্তান ইস্যু উত্থাপন ভারতের খেলা।’

সিন্ধু নদী সমঝোতা প্রসঙ্গে মুশাররফ বলেন, আমরা তৃষ্ণার্ত হয়ে মরব না, আমরা লড়াই করব। আন্তর্জাতিক চাপে ভারত ওই চুক্তিতে এ পর্যন্ত কখনো স্পর্শ করেনি বলে তার দাবি। ওই চুক্তি লঙ্ঘন করা সম্ভব নয় বলেও পারভেজ মোশাররফ মন্তব্য করেন।

Share this post

scroll to top
error: Content is protected !!