ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ জঙ্গী সংগঠন জাসদ গন বাহিনীর সাবেক প্রধান ও হাসিনার অবৈধ সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, এই মুহুর্তে জাতীয় নির্বাচন কোনো আলোচনার বিষয় নয়, গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হলো দেশকে স্থায়ী ও সম্পূর্ণভাবে জঙ্গী মুক্ত করা যায় কি না।
আজ শনিবার বেলা ১১টায় কুষ্টিয়া মিরপুর ভারল বাঁশতলা সড়কের নির্মাণ কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তিনি অভিযোগ করেন, যারা জঙ্গি দমনের কাজ বাদ দিয়ে জাতীয় নির্বাচনের বিষয়টি সামনে আনতে চাচ্ছেন, তারা জঙ্গী দমনের যুদ্ধটাকে ধামাচাপা দিতে চাচ্ছে।
খালেদা জিয়া জঙ্গী হামলার সরাসরি নেতৃত্বে দেন এমন অভিযোগ করে ইনু বলেন, হত্যাকারী যেমন অপরাধী, হত্যার পরিকল্পনাকারী, মদতদানকারীও একই অপরাধে অপরাধী। বেগম খালেদা জিয়া হলেন সেই ভয়ঙ্কর নেত্রী, যিনি জঙ্গীদের সমর্থন ও আগুনযুদ্ধ করেন, মানুষ পুড়ান এবং জঙ্গী হামলার সরাসরি নেতৃত্বে দেন।
তথ্যমন্ত্রী বলেন, মাঠে জঙ্গীদের আমরা যদি দমন করি, তাহলে জাতিকে সিদ্ধান্ত নিতে হবে, জঙ্গীর সঙ্গী ভয়ঙ্কর নেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে বর্জন করার।
এ সময় কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।