ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণে গভীরভাবে উদ্বিগ্ন ভারত। আর এই উদ্বেগের কথা সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করার জন্য ঢাকায় নিযুক্ত হাইকমিশনারকে নির্দেশ দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। খবর পিটিআই।
আজ রোববার এক টুইট বার্তায় সুষমা স্বরাজ লিখেছেন, 'আমি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করে বাংলাদেশে বসবাসরত হিন্দুদের নিরাপত্তা ও কল্যাণের ব্যাপারে আমাদের গভীর উদ্বেগের কথা জানাতে বলেছি।'
ফেইসবুকে দেয়া ধর্মীয় অবমাননাকর একটি ছবিকে কেন্দ্র করে গত ৩০ অক্টোবর বাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অন্তত ২০টি হিন্দু বাড়ি ও ১৫টি মন্দিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনার প্রেক্ষাপটে পুলিশ ৩৩ জনকে গ্রেফতার করেছে।
ভারত এর আগেও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণের প্রেক্ষাপটে তাদের নিরাপত্তার বিষয়টি বাংলাদেশের উচ্চ পর্যায়ে উত্থাপন করেছে।
বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশন বলেছে, সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি দখল করতে পরিকল্পিত উপায়ে নাসিরনগরে হামলা চালানো হয়েছে।