ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ,তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া নামে মিথ্যা ও প্রহসনমূলক মামলায় ঢাকা সিএমএম আদালত গ্রেফতারী পরোয়ানা জারী করায় কানাডা বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করা হয়।আজ কানাডা বিএনপির এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
উল্লেখ্য জন্মদিন পালন সংক্রান্ত মিথ্যা অভিযোগে এই হয়রানী মূলক পরোয়ানা জারী করা হয় আজ।এই মিথ্যা মামলায় বলা হয় বেগম খালেদা জিয়ার জন্মদিন ১৫ই আগস্ট নয় এবং উদ্দেশ্যপ্রনোদিত ভাবে তিনি জাতীয় শোকদিবস কে হেয় করতে এদিন জন্মদিন পালন করে থাকেন।
বিবৃতিতে কানাডা বিএনপির নেতৃবৃন্দ বলেন,মানুষের জন্মগত অধিকারও আজ নিরাপদ নয় এই অবৈধ হাসিনা সরকারের হাতে।দেশনেত্রী সর্বজন স্বিকৃত জন্মদিনকে অহেতুক বিতর্কিত করে তুলছে এই স্বৈরাচারী বাকশালী চক্র।দেশনেত্রীর বেগম খালেদা জিয়ার জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট সহ সকল দলীলে তাঁর জন্ম তারিখ ১৫ই আগস্ট উল্লেখ থাকায় এ বিষয়ে বিতর্কের কোনই অবকাশ নেই।
কানাডা বিএনপি এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করে অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানায়।কানাডা বিএনপি নেতবৃন্দ জিয়া পরিবারের সদস্যগন সহ বিএনপির নেতা কর্মীর বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে নিরপেক্ষ ও অবাধ জাতীয় নির্বাচন অনুষ্ঠানেরও জোর দাবী জানান।