DMCA.com Protection Status
title="৭

নির্বাচন কমিশন নিয়ে খালেদা জিয়ার প্রস্তাবনা অন্তঃসারশূন্যঃ ওবায়দুল কাদের

oknewsc

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  নির্বাচন কমিশন পুনর্গঠন ও নির্বাচন ব্যবস্থা নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে প্রস্তাব দিয়েছেন তা অন্তঃসারশূন্য বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

গুলশানে হোটেল ওয়েস্টিনে খালেদা জিয়ার সংবাদ সম্মেলন শেষ হওয়ার পরপরই ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে প্রতিক্রিয়া এলো। খালেদা জিয়ার প্রস্তাব বিষয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে প্রতিক্রিয়া জানান ওবায়দুল কাদের।

কাদের বলেন, ‘খালেদা জিয়া যদি ভালো কোনো প্রস্তাব দিয়ে থাকেন সেটা আমরা দেখব। আমরাও তো ভালো কিছু চাই। প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তিনি (খালেদা জিয়া)যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন তখন এতো সুন্দর সুন্দর কথা কোথায় ছিল ? আমরা তো সংবিধানের বাইরে কিছুই করছি না।’

তিনি বলেন, ৪৫ মিনিটের অন্তঃসারশূন্য বক্তব্যে মনে হয়েছে তিনি জনগণের উপর আস্থাশীল নন।

সংবাদ সম্মেলন আরো উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আব্দুর রহমান, সম্পাদক মণ্ডলীর সদস্য আবদুস সোবহান গোলাপ, সুজিত রায় নন্দী, আমিনুল ইসলাম আমিন, বিপ্লব বড়ুয়া প্রমুখ।

Share this post

scroll to top
error: Content is protected !!