ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের পদত্যাগের দাবিতে রাজধানী কুয়ালালামপুরে হলুদ টি-শার্টধারী হাজার হাজার মালয়েশিয়ান বিক্ষোভ করেছে।বিক্ষোভকারীরা পুলিশের বাধা সত্ত্বেও বিক্ষোভ চালিয়ে গেছেন। শনিবার সকাল থেকেই বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভে অংশ নেন বেরসিহ সংগঠনের কয়েক হাজার বিক্ষোভকারী।
এর আগে আরও চারবার হলুদ টি-শার্ট পরে সরকারবিরোধী আন্দোলন হিসেবে পরিচিত ‘বেরসি’ পালন করা হয় দেশটিতে। আর লাল টিশার্ট পরে বিরোধীদের বিরুদ্ধে পাল্টা কর্মসূচির পালন করে সরকার সমর্থকরা।
উল্লেখ্য, এর আগে আর্থিক কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের পদত্যাগের দাবিতে হলুদ টি-শার্ট পরে বিক্ষোভ হয়েছিল। প্রধানমন্ত্রী ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট (ওয়ান এমডিবি) নামে একটি রাষ্ট্রীয় তহবিল থেকে ৭০ কোটি মার্কিন ডলার আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছিল তখন।
এ দিকে এক বিবৃতিতে নাজিব বেরসিহ সংগঠনকে বিশ্বাসঘাতক বলে অভিহিত করেছেন। তিনি বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করতে এ ধরনের সংগঠনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বিরোধী দলগুলো।