ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ আসন্ন নারায়নগঞ্জ সিটি করপোরশেন নির্বাচনে বিএনপির প্রার্থী হলেন অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান। বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মঙ্গলবার বেলা এগারটার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কাযালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষনা দেন।
রিজভী বলেন,বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নারায়নগঞ্জ বিএনপির নেতাদের সঙ্গে আলোচনা করে প্রার্থী নির্বাচন করেছেন। নারায়নগঞ্জ সিটি নির্বাচনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান। তিনি নারায়নগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন,বিএনপির ভাইসচেয়ারম্যান ডা,এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব,যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন,গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাক্ষ সেলিম ভূইয়া,সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, সহ দফতর সম্পাদক মুনির হোসেন,বেলাল আহমেদ,সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম পটু প্রমুখ।
এর আগে সোমবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে নারায়ণগঞ্জের স্থানীয় নেতাদের নিয়ে এক বৈঠকে এডভোকেট শাখাওয়াত হোসেনকে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত করেন।
এ সময় বিএনপির মহাসচিব মর্জিা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন ।
ডিসেম্বর অনুষ্ঠেয় এই সিটি করপোরেশনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ২৪ নভেম্বরের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। শুক্রবারই বর্তমান মেয়র সেলিনা হায়াত আইভীকে মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।