ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশের অকৃত্রিম বন্ধু কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
শনিবার এক টুইটবার্তায় তিনি বিপ্লবী এ নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেন। টুইটারে খালেদা জিয়া লেখেন, ‘মানুষের অকৃত্রিম বন্ধু ও বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো আর নেই, কিন্তু তিনি বিশ্ব ইতিহাসে অমর থাকবেন।’
কিউবার বিপ্লবী নেতা ফিদেল আলেসান্দ্রো কাস্ত্রো রুজ (ফিদেল কাস্ত্রো) স্থানীয় সময় শুক্রবার কিউবার রাজধানী হাভানায় ৯০ বছর বয়সে মারা যান বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের এক ঘোষণায় জানানো হয়।
কিউবা বিপ্লবের প্রধান নেতা ফিদেল ১৯৫৯ সালের ফেব্রুয়ারি থেকে ১৯৭৬ সালের ডিসেম্বর পর্যন্ত কিউবার প্রধানমন্ত্রী ছিলেন।
এরপর ৩০ বছর কিউবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০০৮ সালের ১৯ ফেব্রুয়ারি ছোট ভাই রাউল কাস্ত্রোর হাতে ক্ষমতা হস্তান্তর করে স্বেচ্ছায় অবসরে যান সমাজতান্ত্রিক আন্দোলনের এ আইকন।