DMCA.com Protection Status
title="৭

আর এক ফোঁটা পানিও পাকিস্তানে যেতে দেয়া হবে না : নরেন্দ্র মোদী

narendra_modi--621

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  ভারত থেকে আর এক ফোঁটা পানিও পাকিস্তানে যেতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সিন্ধু পানিচুক্তি নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ফের হুমকি দিলেন তিনি। সুতলেজ, বিয়াস ও রাভি নদীর একফোঁটা পানিও যাতে পাকিস্তানে পৌঁছতে না পারে, তা নিশ্চিত করবেন বলে জানিয়েছেন নরেন্দ্র মোদী।

এই সব নদীর পানি পাকিস্তানে গিয়ে ‘নষ্ট’ না হয়ে এ দেশের কৃষকদের কাজ লাগবে বলে দাবি করেছেন তিনি।

পাকিস্তানকে এ দেশের নদীর পানিতে পুষ্ট করার কোনো মানে হয় না বলে জানিয়েছেন নরেন্দ্র মোদী।

পাঞ্জাবের ভাটিণ্ডায় একটি জনসভায় মোদী বলেন, ‘সিন্ধু পানিচুক্তি- সুতলেজ, বিয়াস রাভি এই সব নদীর পানি ভারতের কৃষকদের প্রাপ্য। পাকিস্তানের ক্ষেতে এই পানি ব্যবহার হওয়ার জন্য নয়। এবার থেকে এই সব নদীর প্রত্যেক ফোঁটা পানি পাকিস্তানে যাওয়া থেকে আটকানো হবে। পাঞ্জাব এবং জম্মু-কাশ্মীরের কৃষকদের সেই পানি দেওয়া হবে। আমরা আমাদের প্রাপ্য অধিকার ছেড়ে দেব আর আমাদের কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে- এ কখনোই হতে দেওয়া যায় না।’

এতদিন কৃষকরা বারবার আবেদন করলেও কোনো সরকার এ বিষয়ে কোনো পদক্ষেপ করেনি বলে অভিযোগ করেছেন মোদী।

যথেষ্ট পরিমাণে পানি পেলে পাঞ্জাবের কৃষকরা তাদের মাটিতে ‘সোনা’ ফলাতে পারবেন বলেও আশা প্রকাশ করেছেন তিনি। তাদের সেই অধিকার এনে দেবেন বলে আশ্বস্ত করেছেন মোদী। 

Share this post

scroll to top
error: Content is protected !!