DMCA.com Protection Status
title="৭

শহীদ ডাঃ মিলন দিবস পালিত :২৬ বছরেও হয়নি এই হত্যাকান্ডের বিচার

drmilon-copy

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শহীদ ডাক্তার মিলন দিবস পালন করেছে নব্বইয়ের স্বৈরাচারীবিরোধী আন্দোলনে তার সহযোদ্ধা, বিভিন্ন রাজনীতি দল, সামজিক-সাংস্কৃতিক সংগঠন, মিলনের পরিবারসহ অনেকে।

পরিবারের পক্ষ থেকে ডা. মিলনের মা ডা. সেলিনা আক্তার, ডাকসুর সাবেক জিএস ডা. মোস্তাক হোসেন, ঢাকা মেডিকেলের সাবেক ভিপি ডা. মাহাবুব, স্বৈরাচারবিরোধী আন্দোলনে সর্বদলীয় ছাত্রঐক্যের নেতা শফী আহমেদ শ্রদ্ধা জানান।এসময় শহীদ ডাঃ মিলনের মা ডা. সেলিনা আক্তার গভীর আক্ষেপের সাথে বলেন, ২৬ বছরেও মিলন হত্যার বিচার হোলোনা বরং হুকুমদাতা সহ অন্যান্যরা আজ সরকারেরই অংশ।

 

bnp

বিএনপির পক্ষ থেকে দলের ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপেদেষ্টা আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম-মহাসচিব রিজভী, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সাবকে ছাত্রনেতা নাজিম উদ্দীন আলম প্রমুখ।

রবিবার সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনিসহ অন্য নেতারা।

এ ছাড়াও জাসদ, বাসদ, ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল মিলনের সমাধিতে শ্রদ্ধা জানান।

 

ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে মেডিকেল চত্বরে বিএমএ আয়োজিত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে মিলনের আত্মত্যাগকে গভীর দৃষ্টিতে এনে গণতন্ত্রের অগ্রযাত্রার পথে সব অন্তরায়কে প্রতিহত করার আহ্বান জানান বক্তারা।

Share this post

scroll to top
error: Content is protected !!