ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ এক সময়ের দুনিয়া কাপানো পপ সংগীত শিল্পী জর্জ মাইকেল আর নেই।মাত্র ৫৩ বছর বয়সে ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের নিজ বাসভবনে আজ তার মৃত্যু হয়। ১৯৮০-এর দশকে ব্যান্ড দল ‘হোয়াম’ গড়ে তুলে তার ক্যারিয়ারের শুরু হয়েছিল। এই শিল্পীর ‘কেয়ারলেস হুইস্পার’ নামক গানটি তিনি ব্যপক খ্যাতি অর্জন করেন।এই গানের এলবাম বিশ্বব্যাপি ১০০ মিলিয়ন কপি বিক্রি হয়েছে।
জর্জ মাইকেলের মুখপাত্র জানান, বাড়িতেই শান্তিতে তার মৃত্যু হয়েছে।
পুলিশ জর্জ মাইকেলের মৃত্যুকে অব্যাখ্যাতিত বললেও সন্দেহজনক কিছু খুঁজে পায়নি। ১৯৮৬ সালে ব্যান্ড দল হোয়াম ভেঙে যায়। এরপর তিনি সলো ক্যারিয়ার গড়ে তোলেন।
ইনস্টাগ্রামে এলটন জন তার সঙ্গে জর্জ মাইকেলের ছবি পোস্ট করে লিখেছেন, আমি গভীর শোকাহত। আমি খুব প্রিয় এক বন্ধুকে হারিয়েছি। দয়ালু, মহৎ মানসিকতা ও উজ্জ্বল এক শিল্পীকে হারালাম।