DMCA.com Protection Status
title=""

শেখ হাসিনার বিমানে ত্রুটির পেছনে হিন্দুরাই জড়িত: ওলামা লীগ

olama2-copy

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  হিন্দু মানেই আওয়ামী লীগবান্ধব নয় বলে দাবি করেছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ। প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটির ঘটনায় চারজন হিন্দু ধর্মাবলম্বী অভিযুক্ত হওয়াকে এর প্রমাণ হিসেবে উল্লেখ করেছে সরকারি দলের ভ্রাতৃপ্রতিম দাবিদার এই সংগঠনটি।

ওলামা লীগ বলেছে, ‘গয়েশ্বর-নিতাই মার্কা’ উগ্রবাদী হিন্দুরা আজ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে তারা সরকারকে সচেতন করতে চায়। এজন্য শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের ডাক দিয়েছে ওলামা লীগ ।

ওলামা লীগের  সাধারণ সম্পাদক আবুল হাসান শেখ শরীয়তপুরী শুক্রবার রাতে মিডিয়া কাভারেজের আবেদন জানিয়ে পাঠানো চিঠিতে এসব কথা বলেন।

প্রসঙ্গত, ওলামা লীগ আওয়ামী লীগেরই  ভ্রাতৃপ্রতীম  সংগঠন । সরকারি দলের পক্ষ থেকে এ ব্যাপারে স্পষ্ট বক্তব্য না থাকলেও ওলামা লীগ বরাবরই দাবি করে আসছে তারা আওয়ামী লীগের  ভ্রাতৃপ্রতীম সংগঠন। এই ওলামা লীগেও রয়েছে কয়েকটি ভাগ। গত বছর কর্মসূচিকে কেন্দ্র করে জাতীয় প্রেসক্লাবের সামনে তাদের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে।

Share this post

error: Content is protected !!