DMCA.com Protection Status
title=""

পঁচাত্তরের পর যারা ক্ষমতায় এসেছে, তাদের দেহ এ দেশে থাকলেও মন পড়ে থাকত পাকিস্তানেঃশেখ হাসিনা

hasina-1-696x334-copy

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বঙ্গবন্ধু বেঁচে থাকলে ২৫-৩০ বছর আগেই বাংলাদেশ উন্নত-সমৃদ্ধশালী দেশে পরিণত হতে পারত, সবাই সুখে শান্তিতে জীবন-যাপন করতে পারত বলে মন্তব্য করেছেন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের বার্ষিকীতে আজ মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ‌্যানে আওয়ামী লীগের বিশাল (?????)জনসভায় শেখ হাসিনা এ কথা বলেন।

তিনি বলেন, যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে বাংলাদেশের মানুষ যখন স্বপ্ন দেখতে শুরু করে তখনই ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত‌্যা করা হয়,তারপরেই দেশের উন্নয়ন কর্মকাণ্ড থেমে যায়। এরপর যারাই ক্ষমতায় এসেছে, নিজেদের আখের গোছানোই ছিল তাদের একমাত্র লক্ষ‌্য ছিল।

শেখ হাসিনা বলেন, পঁচাত্তরের পর যারা ক্ষমতায় এসেছে, তারা কখনো জাতিকে মাথা উঁচু করে দাঁড়াতে দিতে চায়নি। কারণ তাদের দেহ এ দেশে থাকলেও মন পড়ে থাকত পাকিস্তানে।

 শেখ হাসিনা জনসভাস্থলে উপস্থিত হন বিকাল ৩টা ২৫ মিনিটে। দলের জ‌্যেষ্ঠ নেতারাও এসময় সভামঞ্চে উপস্থিত ছিলেন।

Share this post

error: Content is protected !!