DMCA.com Protection Status
title=""

‘ডোনাল্ড ট্রাম্প ইসলাম বিদ্বেষী নন’ :নিউইয়র্কে মাওলানা ফরিদউদ্দিন মাসউদ

maswood copy

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ মার্কিন যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ ইসলাম বিদ্বেষী নন’ বলে মত প্রকাশ করেছেন হাসিনা সরকারের ঘনিষ্ট জন  এবং শোলাকিয়া ঈদ জামাতের ইমাম মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ।

মাওলানা ফরিদের মতে, ট্রাম্প ইসলাম বিদ্বেষী নয় বরং ইসলামের প্রতি তার ভুল ধারনা।’

বাংলাদেশ কন্সুলেট জেনারেল, নিউইয়র্ক কর্তৃক আয়োজিত “সন্ত্রাসবাদ বিরোধী এক আলোচনা সভায়”  মাওলানা মাসউদ প্রশ্নোত্তর পর্যায়ে উপরোল্লিখিত কথাটি বলেন।

মুখ্য আলোচকের বক্তৃতায় তিনি বলেন, ট্রাম্প মুসলমানদের সম্মন্ধে যা বলেছেন বা যা করছেন তা গুটি কয়েকে বিপথগামী সন্ত্রাসীদের কর্মকান্ডের কারনেই বলছেন বা করছেন, যেটির জন্য আমরা মুসলমানরাই দায়ী।

গত শুক্রবার (২৭শে জানুয়ারী) সন্ধ্যায় আমেরিকায় অনুষ্ঠিত এ সভায় অন্যান্যদের মধ্যে এন্ট্রি টেরোজিজম এওয়ারন্যাস ইউনিট প্রধান ইমাম কাজী কায়্যূম ও বদরপুর দরবার শরীফের পীরে তরীকত আল্লামা ড: সায়্যিদ মুতাওয়াক্কিল বিল্লাহ রাব্বানীও উপস্থিত ছিলেন। মাওলানা মাসূদ ইসলামের আলোকে সন্ত্রাসবাদের বিপক্ষে একটি ফতোয়ার বইও রচনা করেছেন।

Share this post

error: Content is protected !!