ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ গতকাল সন্ধ্যায় কানাডার কুইবেক সিটির একটি মসজিদে এশার নামাজ চলাকালে বন্দুকধারীরা গুলি চালালে ৬ জন মুসল্লী নিহত হয়েছেন।এ হৃদয়বিদায়ক ঘটনায় ২জন গরুতর আহত হয়।
স্থানীয় সময় রোববার বিকালে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
একজন প্রত্যক্ষদর্শী জানান, তিন বন্দুকধারী কুইবেক সিটি ইসলামিক কালচারাল সেন্টারের ভিতরে ঢুকে অতর্কিত গুলি চালানো শুরু করে। এ সময় মসজিদটিতে নারী পুরুষ এবং শিশু সহ ১০০ জনের মতো লোক ছিল।
এপর্যন্ত পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করেছে।
এই মর্মান্তিক ঘটনায় সারা কানাডা স্তম্বিত হয়ে পড়েছে।কানাডার প্রধান মন্ত্রী জাস্টিন টুডো এ হামলার তীব্র নিন্দা করেছেন।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে প্রবেশে সাতটি মুসলিম প্রধান দেশের নাগরিকের ওপর নিষেধাজ্ঞার জারির কয়েক ঘণ্টার মধ্যেই গত শুক্রবার দেশটির টেক্সাসে একটি মসজিদ আগুনে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।