DMCA.com Protection Status
title="৭

একজনের ব্যক্তিস্বার্থে আঘাত লাগায় পদ্মা সেতু প্রকল্প আটকে দেয় বিশ্ব ব্যাংকঃ শেখ হাসিনা

padmab copy

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ মিথ্যা অপবাদ দিয়ে দুর্নীতির অভিযোগ তুলে পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করেছে বিশ্বব্যাংক। এ জন্য অন্যায়ভাবে বাংলাদেশের একজন সচিবকে জেল খাটতে হয়েছে ও আওয়ামী লীগের একজন মন্ত্রীকে পদত্যাগ পর্যন্ত করতে হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানী শেরেবাংলা নগরে একনেক বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, একজনের ব্যক্তিস্বার্থে আঘাত লাগায় পদ্মা সেতু প্রকল্প আটকে যাচ্ছিল। নির্দিষ্ট সময়ে পদ্মা সেতুর কাজ শুরু হলে ২০১৬ সালে পদ্মা সেতু দিয়ে যান চলাচল শুরু হতো। ফলে জিডিপি প্রবৃদ্ধি ৮-এ চলে যেত।

পদ্মাসেতু প্রসঙ্গে তিনি বলেন, একজন ব্যক্তির স্বার্থের কারণে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। পদ্মা সেতুর কাজের গতি কমেছে।

প্রধানমন্ত্রী বলেন, সরকার নিজের নয়, দেশের ভাগ্য গড়তে এসেছে। তাই শুরু থেকেই বাংলাদেশ বলেছে, পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ মিথ্যা। একজন ব্যক্তির স্বার্থে আঘাত না লাগলে, এতোদিনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ভাগ্যে পরিবর্তন ঘটতো।

পদ্মাসেতুর দুর্নীতির অভিযোগে সাবেক সেতু সচিব ও বর্তমান শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোশারফ হোসেন ভূঁইয়াকে জেল খাটতে হয়েছিল।

Share this post

scroll to top
error: Content is protected !!