ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ জার্মানির মিউনিখে বিএনপি নেতাকর্মী এবং প্রবাসী বাংলাদেশীদের ব্যাপক বিক্ষোভের মুখে পড়েন বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কনফারেন্স হলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা প্রদর্শন করেন।
হাসিনার জার্মানি সফরকে কেন্দ্র করে জার্মান বিএনপি এই বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা প্রদর্শন কর্মসূচির আয়োজন করে।
প্রচণ্ড শীত এবং বৃষ্টি উপেক্ষা করে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে।
এ সময় কালো পতাকা হাতে নিয়ে বিএনপির নেতাকর্মীরা হাসিনাকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন। বিএনপির ব্যাপক বিক্ষোভের মধ্যেই ৫৩তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেন শেখ হাসিনা।
জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সুইডেন বিএনপির প্রধান উপদেষ্টা মহিউদ্দিন আহমেদ জিন্টু, ডেনমার্ক বিএনপির সভাপতি গাজি মনির আহমেদ, ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুল ইসলাম জনি, ইতালি বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, ফ্রান্স বিএনপির সভাপতি সাইফুর রহমান, অস্ট্রিয়া বিএনপির সাবেক সভাপতি ফজলুর রহমান বকুল, নেয়ামুল বশির, সুইডেন বিএনপির সভাপতি এমদাদুল হক কচি, নেদারল্যান্ড বিএনপির সভাপতি শরিফ উদ্দিন, জার্মানি বিএনপির প্রধান উপদেষ্টা সেলিম খান, সাধারণ সম্পাদক আবদুল গনি সরকার ও ১ম যুগ্ন সাধারন সম্পাদক মোস্তাক খান, সাংগঠনিক সম্পাদক কাজী সুরুজ, সাংগঠনিক সম্পাদক জুলফিকার সাইদ মনা, বেলজিয়াম বিএনপির সাবেক সহ সভাপতি আহমেদ সাজা, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন বাবু প্রমুখ।
উলেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫৩তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে তিনদিনের সরকারি সফরে জার্মানির মিউনিখে আছেন। শুক্রবার থেকে এ সম্মেলন শুরু হয়েছে।