ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশে চলমান রাজনৈতিক অচলাবস্থা এবং সীমাহীন মানবাধিকার লংঘন ও সহিংসতা বন্ধে সামরিক হস্তক্ষেপের সম্ভাবনার কথা বলেছেন মার্কিন কংগ্রেসের প্রভাবশালী সদস্যগন।
সম্প্রতি মার্কিন কংগ্রেসের বাংলাদেশ বিষয়ক এক জরুরী শুনানীতে এই আশংকার কথা বলেন, কংগ্রেসওম্যান তুলশী গাব্বার্ড এবং কংগ্রেসম্যান ম্যাট শেরম্যান।
তারা বলেন,বাংলাদেশের দ্বি-দলীয় সরকার ব্যবস্থা একেবারেই অকার্যকর হয়ে পড়েছে । এমতাবস্থায় পরিস্থিতি উত্তরনে এবং বাংলাদেশের বৃহত্তর জনগনের মঙ্গলার্থে সামরিক হস্তক্ষেপের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।তবে এই অভিযানের ব্যাপ্তি এবং সময়কাল নির্ধারনে আরও আলোচনা এবং বিভিন্ন জরুরী দিক বিবেচনার প্রয়োজন রয়েছে।
শুনানীতে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক বৈদেশিক উপদেষ্টা এবং বিএনপির বিশেষ দূত জাহিদ এফ সরদার সাদী।