ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ গতকাল চট্রগ্রামের রাউজানে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা নুরুল আলম নুরুর রাষ্ট্রীয় হেফাজতে হত্যাকান্ডে কানাডা বিএনপি তীব্র নিন্দাবাদ জ্ঞাপন করেছে।
আজ কানাডার মন্ট্রিয়ল থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়।
কানাডা বিএনপির এই বিজ্ঞপ্তিতে বলা হয়,বাংলাদেশের সাম্প্রতিক সময়কালের বিচার বহির্ভুত হত্যাকান্ড,গুম এবং রাষ্ট্রীয় হেফাজতে খুন এক উদ্বেগজনক অবস্থায় পৌছেছে।
বিরোধী দল ও মত দমন করতে অনির্বাচিত হাসিনা সরকারের এহেন আচরন কোনো ভাবেই মেনে নেয়া যায় না।গতকাল চট্রগ্রামে চট্টগ্রামে বাসা থেকে উঠিয়ে নিয়ে ছাত্রদল নেতা নুরুল আলম নুরুকে যে কায়দায় পুলিশ হত্যা করেছে তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে বলে আমরা মনে করি।
আমরা অবিলম্বে এধরনের বিচার বহির্ভূত হতাযজ্ঞ বন্ধের আহবান জানাচ্ছি।এই হত্যাকান্ডের প্রতিবাদে আগামীকাল রোববার চট্রগ্রাম বিভাগে আহুত অর্ধদিবস হরতালের প্রতি আমরা পুর্ন সমর্থন জ্ঞাপন করছি।
দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় গনতান্ত্রীক ব্যবস্থার কোন বিকল্প নেই বলে অবিলম্বে নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগনের শাসন প্রতিষ্ঠারও আহবান জানাচ্ছি।
বিবৃতিটিতে সাক্ষর করেন,কানাডা বিএনপি নেতা সর্ব জনাব মকসুম তরফদার , এম জয়নাল আবেদীন জামিল , নূরনবী রশিদ ,মোঃ নাসিরউল্লাহ , মুজিবর রহমান , এজাজ আহমেদ ,আনসার উদ্দীন আহমেদ , এজাজ আকতার তৌফিক , ক্যাপ্টেন(অবঃ)মারুফুর রহমান রাজু ,মোঃ হান্নান মামুন, আবুল বাসার মানিক, মোঃ মোস্তাহিদ আহমেদ (মুকু) , কামরুল হাসান ফারুক হাওলাদার ,সাফিউদ্দীন আহমেদ ,নবী হোসেন ,আকবর বাসার, রফিকুল ইসলাম,মাহমুদুল ইসলাম সুমন, মেহেদী ফারুক,জুবের আহমেদ,মোঃ রীপন ,মোঃ মাহবুব , প্রমূখ।